ব্রেকিং নিউজ রাজ্য

আজ ফের কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর সভা, ভোটের আগে কী বার্তা দেবেন মোদী?

শনিবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। এদিনের নশিপুর-আজিমগঞ্জ রেলসেতুর উদ্বোধন করার কথা রয়েছে মোদীর।

আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই রেলসেতুর কৃতিত্ব নিয়েই দড়ি টানাটানি শুরু হয়েছে রাজনৈতিক মহল। কংগ্রেসের দাবি, এই সেতু নির্মাণ নিয়ে তৈরি জমি জট কাটাতে ১০ বছরের বেশি সময় ধরে লড়াই চালিয়েছেন অধীর চৌধুরী। সেই ফলশ্রুতি আজ বাস্তবায়িত হতে চলেছে। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী মোদী উদ্যোগ না নিলে এই প্রকল্প বাস্তবায়িত হত না।

প্রসঙ্গত, ২০০৪ সালের ডিসেম্বরে নশিপুর-আজিমগঞ্জ রেলসেতুর আনুষ্ঠানিক শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। সেতু নির্মাণে ৪৬ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ করেছিল রেলমন্ত্রক।