সেলফ–আইসোলেশনে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কারণ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। ১০, ডাউনিং স্ট্রিটেই সেলফ–আইসোলেশনে আছেন তিনি। কিন্তু যে মানুষের ভোট তাঁকে ক্ষমতায় নিয়ে এসেছে সেই মানুষদের এভাবে কী মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায়? তাঁর বিবেক বলছে, না। তাই অবস্থা খানিকটা স্থিতিশীল হওয়ায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে লিখিত আবেদন করতে চলেছেন বলে খবর। তাঁর দপ্তর সূত্রে খবর, ওই চিঠির মূল বিষয়বস্তু হল—‘বাড়িতে থাকুন, জীবন বাঁচান’।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হানকক–ও করোনায় আক্রান্ত। তিনিও বাড়ি থেকেই কাজ করছেন। তিনিও সতর্কতামূলক চিঠি লিখতে চলেছেন। ওই চিঠি ব্রিটেনের তিন কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। সেখানে সতর্কতার পাশাপাশি সচেতনতার বার্তা থাকবে।
ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বলা হয়েছে, তিনি দেশবাসীকে বলবেন, ‘আমরা সঠিক প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাই যত বেশি নিয়ম মেনে চলব, ততই কমবে ভাইরাস আক্রান্তের সংখ্যা এবং প্রাণহানি। আমরা চেষ্টা করব, যতটা দ্রুত সম্ভব জনজীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে।’
উল্লেখ্য, এখনও পর্যন্ত ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৭,০৮৯ জন, মৃত্যু হয়েছে ১,০১৯ জনের। আগামী কয়েক সপ্তাহে আরও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। তাই নিজের চিঠিতে প্রধানমন্ত্রী ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) কর্মরত প্রত্যেককে ধন্যবাদ জানাবেন। এনএইচএস ব্রিটেনে বসবাসকারী প্রত্যেককে বিনামূল্যে স্বাস্থ্যপরিষেবা সরবরাহ করে।
