দেশ ব্রেকিং নিউজ

কেদারনাথ সফরে প্রধানমন্ত্রী

আজ কেদারনাথ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের কেদারনাথ সফরে প্রধানমন্ত্রী আদি শঙ্করাচার্যের সমাধির নবনির্মাণের উদ্বোধন এবং শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি। পাশাপাশি, ঘোষণা করবেন ৪০০ কোটি টাকারও বেশি পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের। 

এর আগে প্রধানমন্ত্রী বেশ কয়েকবারই কেদারনাথে এসেছেন। ২০১৩-র প্রাকৃতিক বিপর্যয়ের পর মোদি কেদারনাথের পুণনির্মাণের আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু তখন অনুমতি মেলেনি। এরপর বহু কোটি টাকা ব্যয়ে নতুন কেদারপুরী নির্মাণের সংকল্প গ্রহণ করেছিলেন। এই লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ হচ্ছে। জানা গিয়েছে, নতুন কেদারপুরী নির্মাণের কাজ ৯০ শতাংশ সম্পূর্ণ হয়েছে।

এদিন সকালেই দেহরাদুন থেকে কেদারনাথ রওনা হন প্রধানমন্ত্রী। কেদারনাথে হেলিরপ্টারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মোদি কেদারনাথ মন্দিরে পুজো করে নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে আদি শঙ্করাচার্যর সমাধিস্থলে যান। সমাধির নবনির্মাণের উদ্বোধণের পর প্রধানমন্ত্রী শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করেন।  

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সাজো সাজো রব উত্তরাখণ্ডে। কেদারনাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর সফর ঘিরে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি।