তিন দিনের মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। রাষ্ট্রীয় সফরের মাঝেই এদিন দুই রাষ্ট্রপ্রধান পরস্পর পরস্পরকে উপহার দিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি উপনিষদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ‘দ্য টেন প্রিন্সিপালস অফ উপনিষদ’ নামে ওই বইটি লন্ডনের ফেবার অ্যান্ড ফেবার প্রথম মুদ্রণে প্রকাশিত। বইটি ছাপা হয়েছিল গ্লাসগো ইউনিভার্সিটি প্রেসে।
১৯৩৭ সালের ডব্লিউবি ইটস ভারতীয় উপনিষদের এই ইংরেজি অনুবাদ করেছিলেন। তাঁর সঙ্গে বইটি লিখেছিলেন শ্রী পুরোহিত স্বামী। এরই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে একটি নকশা করা চন্দন কাঠের বাক্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই চন্দনকাঠ সংগ্রহ করা হয়েছে কর্নাটক থেকে। তাতে নকশা করেছেন জয়পুরের শিল্পীরা। ওই বাক্সের মধ্যে আবার রয়েছে ‘দশ দান’। যে দশ দান করা হয় তা হল, গো-দান, ভূ-দান, তিল দান, হীরণ্যদান, অহ্যদান, ধান্যদান, বস্ত্র দান, গুড়দান, রৌপ্যদান এবং লবণ দান।
গো-দানের স্মারক হিসাবে বাইডেনকে যে রূপোর নারকেল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী, তা বাংলার স্বর্ণ শিল্পীদের নকশা করা। ভূ-দান হিসাবে মহীশূরের এক টুকরো চন্দন কাঠ দেওয়া হয়েছে, তামিলনাড়ু থেকে আনা হয়েছে তিল, রাজস্থানের শিল্পীরা নকশা করে দিয়েছেন একটি রূপোর মুদ্রায়। সেই সঙ্গে গুজরাট থেকে আনা হয়েছে লবণ। এ ছাড়া ওই বাক্সের মধ্যে রয়েছে একটি গণেশ মূর্তি ও একটি রূপোর প্রদীপ। গণেশ বিঘ্ন নাশক, সিদ্ধি বিনায়ক। গণেশের মূর্তি ও প্রদীপটি তৈরি করেছেন কলকাতার এক স্বর্ণকার। স্বাভাবিকভাবেই, রাষ্ট্রীয় সফরে এই উপহার দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণতার বার্তা দিচ্ছে