কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে সব দলই তাদের পূর্ণ শক্তি দিয়েছে। ভারতীয় জনতা পার্টির তারকা প্রচারকরা জোরকদমে প্রচার চালাচ্ছেন সেখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ও রবিবার দুদিনের কর্ণাটক সফরে যাবেন। এ সময় তিনি ছয়টি জনসভায় ভাষণ দেবেন এবং দুটি স্থানে রোড শো করবেন। প্রধানমন্ত্রী শনিবার বিদর জেলার হুমনাবাদ থেকে প্রচার শুরু করবেন। সকাল ১১টায় এখানে বিজেপির জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর বিজয়পুরার পর কুদাচি যাবেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার বেঙ্গালুরু উত্তরে রোড শোতে অংশ নেবেন বলে জানা গেছে। বেঙ্গালুরুতে রাত্রিযাপনের পরে, রবিবার সকালে কোলারের উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ১১টায় সেখানে জনসভায় ভাষণ দেবেন।
বিজেপি সূত্রে খবর, ২৯ এপ্রিল দু-দিনের কর্নাটক সফরে যাবেন নরেন্দ্র মোদী। সেদিনই তিনি হুমনাবাদ, বিজয়পুরা, কুদাচি এবং উত্তর বেঙ্গালুরুতে ব়্যালি করবেন। তার পরদিন, ৩০ এপ্রিল কোলার, চান্নাপাট্টনা এবং বেলুরে ব়্যালি করবেন তিনি। দু-দিনের এই সফর সেরে প্রধানমন্ত্রী দিল্লি ফিরে আসবেন। তারপর ফের ২ মে ফের তিনি কর্নাটক সফরে যাবেন এবং চিত্রদূর্গ, বিজয়নগর, সিন্ধানুর ও কালাবুর্গিতে জনসভা করবেন। ৩ মে মুদাবিদরি, কারওয়ার এবং কিত্তুরে জনসভা করবেন। এরপর আবার ৬ মে চিত্তপুর, নানজানগুড়, তুমাকুরু (গ্রামীণ) এবং দক্ষিণ বেঙ্গালুরুতে সভা করতে পারেন নমো। এছাড়া ৭ মে বাদামি, হাভেরি, শিবামুগা (গ্রামীণ) এবং মধ্য বেঙ্গালুরুতে চারটি ব়্যালি করবেন তিনি। আসন্ন নির্বাচনে বিজেপি যে কর্নাটক ধরে রাখতে মরিয়া, তা খোদ প্রধানমন্ত্রীর পরপর জনসভা এবং ব়্যালি থেকেই স্পষ্ট।