মে মাসের প্রথম সপ্তাহে জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স এই তিন দেশে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যদিও এই সফর নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।
গত মাস দুয়েক ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে অবিরাম যুদ্ধ। এই পরিস্থিতিতে মস্কোর বিরুদ্ধে সরব হয়েছে ইউরোপীয় দেশগুলি। তবে ভারত রয়েছে রাশিয়ার পাশেই। আর হয়তো সেই কারণেই চাপ বাড়ছে দিল্লির উপরে। আর তাই মোদির ইউরোপ সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে এই সফরের আগেই আরও দুই রাষ্ট্রনেতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ সারবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দু’দিনের সফরে ভারতে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভ্যান ডের লিয়েনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ও বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী এমনটাই সূত্রের খবর। জুলাই মাসের ১৭ তারিখ উজবেকিস্তানের তাসখন্দে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বৈঠকে রয়েছে। সেখানে যোগ দিতে যাবেন দুদেশের প্রধানমন্ত্রীই। সূত্রের খবর, সেই বৈঠক বাস্তবায়িত হলে পাকিস্তান কাটাস রাজ মন্দিরে যেতে পারেন মোদি। সেখান থেকে দুজনে ইসলামাবাদ যেতে পারেন বলেও খবর। যদিও সবটাই সংবাদ মাধ্যম সূত্রের খবর এ বিষয়ে সরকারিভাবে কোনো কিছুই ঘোষণা করা হয়নি।