দেশ লিড নিউজ

সেরার তকমা পেলেন ভারতের প্রধানমন্ত্রী

সেরার তকমা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘মর্নিং কনসাল্ট’ নামে একটি সংস্থার সমীক্ষায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে টপকে গেলেন তিনি। এবার সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতার তকমা পেয়েছেন মোদী।

সম্প্রতি আমেরিকার একটি কূটনীতি বিষয়ক ম্যাগাজিনের একটি প্রতিবেদনে জানা গিয়েছে, চিনা নাগরিকদের মধ্যে মোদী অত্যন্ত জনপ্রিয়। সেখানে নাকি তাঁকে ‘মোদী লাওক্সিয়ান’ নামে ডাকা হয়। যার অর্থ ‘মোদী অমর’।

উল্লেখ্য, বিশ্বের ২২ জন রাষ্ট্রনেতাকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল এই সংস্থা। ওই সমীক্ষায় সর্বোচ্চ রেটিং পেয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী পেয়েছেন ৭৬ শতাংশ রেটিং। যেখানে ৪১ শতাংশ রেটিং পেয়ে তালিকার ৬ নম্বর জায়গায় ঠাঁই পেয়েছেন বাইডেন। ৩৪ শতাংশ রেটিং পেয়ে তালিকায় দশম স্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মোদীর পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ় ওব্রাডোর। তিনি পেয়েছেন ৬১ শতাংশ রেটিং।

ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারি মাসেও ওই সংস্থার সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে শীর্ষে ছিলেন মোদী। সে বার পেয়েছিলেন ৭৮ শতাংশ রেটিং।