সপ্তম দফার ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কলকাতায় রোড শো করবেন মোদী। নির্বাচনকে সামনে রেখে এই প্রথম কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো। কর্মসূচি শুরুর আগে থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে নির্ধারিত রুট ও সংলগ্ন এলাকা। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে এই প্রচার কর্মসূচী।
লোকসভা নির্বাচনের শেষ দফার আগে টানা দু’দিনের কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ২৮ ও ২৯ মে মোদীর মোট তিনটি রাজনৈতিক সভা ও একটি রোড শোর কর্মসূচী রয়েছে। মঙ্গলবার প্রথমে দুপুর আড়াইটে উত্তর ২৪ পরগনার অশোকনগরে সভা করবেন মোদী। এরপর ওইদিনই বিকেল ৪টে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মোদীর দ্বিতীয় সভা রয়েছে।
খবর অনুযায়ী, বারুইপুরের সভা থেকেই তিনি আসবেন সারদা মায়ের বাড়িতে। তারপর উত্তর কলকাতার রোড শোয়ে অংশ নেবেন। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সন্ধে ৬টা নাগাদ সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত প্রধানমন্ত্রীর রোড শো করার কথা রয়েছে। দু’কিলোমিটারের কিছু বেশি রাস্তা ধরে এই শোভাযাত্রা যাবে। তাপস রায়ের সমর্থনে রোড শো করার পর মঙ্গলবার রাতে রাজভবনে রাত্রিবাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বুধবার ২৯ মে, দক্ষিণ ২৪ পরগনায় মথুরাপুরে মোদীর আরেকটি নির্বাচনী জনসভা রয়েছে।