পঞ্চায়েত ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে শাসক থেকে শুরু করে বিরোধী, সকলেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে।
আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। জানা গিয়েছে, ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের সভা রয়েছে কলকাতায়। এদিনই হাওড়া স্টেশন থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে জোকা-এসপ্লানেড মেট্রোরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর রাজ্য সফর এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
৩০ ডিসেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে পৌঁছেই বিমানবন্দর থেকে সোজা হেলিকপ্টারে আরসিটিসি হ্যালিপ্যাডে উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর সকাল ১০.৩০ নাগাদ হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশনে পৌঁছে প্রধানমন্ত্রী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন-সহ একাধিক রেল প্রকল্প উদ্বোধন করবেন।
সকাল ১১.১০ মিনিট নাগাদ আইএনএস সুভাষ নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানাবেন প্রধানমন্ত্রী। সকাল ১১.২৫ নাগাদ নবমি গঙ্গাও ঘুরে দেখবেন তিনি। এরপর বেলা ১১:৩৫ নাগাদ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এদিনের বৈঠকের পর দুপুর ১.১০ থেকে ১.৫৫ পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
মধ্যাহ্নভোজের শেষে আইএনএস সুভাষ থেকে গাড়িতে আইআরসিটিসি হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর দুপুর ২টো নাগাদ ওই হেলিপ্যাড থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে পৌঁছেই দুপুর ২.১৫ মিনিটে বিমানে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।