রবিবার ধুপগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিদায়ী সংসদ ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা। ধুপগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে উন্মাদনা তুঙ্গে।
সভা মঞ্চের মাঠ আগেই ঠিক হলেও হেলিপ্যাডের মাঠ পরিদর্শন করলেন জেলা বিজেপি নেতা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা দপ্তরের কর্মীরা। আগামী ৭ এপ্রিল জলপাইগুড়ির ধূপগুড়িতে প্রকাশ্য জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ময়নাতলী লালস্কুল এলাকার মাঠ ইতিমধ্যেই পরিদর্শন করে তা নির্দিষ্ট করা হয়েছে সভার জন্য।সেই মাঠের পাশেই হেলিপ্যাড তৈরী হবে এশিয়ান হাইওয়ে ৪৮ এর পাশে কৃষি জমিতে।
বুধবার বিজেপির সভাপতি সহ জেলা নেতৃত্বরা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা হেলিপ্যাডের মাঠ পরিদর্শন করেন।তবে প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে।কারন জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচারে আসছেন।