দেশ ব্রেকিং নিউজ

শোক মোদীর, ঘোষণা অর্থের

স্ট্র্যান্ড রোডে কয়লাঘাট বিল্ডিংয়ে রেলের ভবনে বিধ্বংসী আগুনের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু দু’লাখ আর্থিক সাহায্যের ঘোষণাও করা হয়েছে। এছাড়াও আহতের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথাও জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে।
মঙ্গলবার সকালে টুইট করে মোদী লেখেন, ‘‌কলকাতায় ভয়াবহ আগুনের ঘটনায় দুঃখিত। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকার আর্থিক সহযোগিতার ঘোষণা করেছেন তিনি। এমনকী মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন।
সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, ‘মৃত্যুর বিকল্প কিছু হয় না। তবু পরিবারগুলোর কথা মাথায় রেখে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের এক জনকে চাকরি দেওয়া হবে।’‌ উল্লেখ্য, আগুন লাগে স্ট্র্যান্ড রোড অবস্থিত পূর্ব রেলের দপ্তরের ১৩ তলায়। এত উচ্চতায় আগুনের লেলিহান শিখাকে বাগে আনাই ছিল দমকলকর্মীদের কাছে চ্যালেঞ্জ। তার জন্য আনা হয় অত্যন্ত অত্যাধুনিক হাইড্রলিক ল্যাডার ব্রন্টোস্কাইলিড এফ-৫৫। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টির বেশি ইঞ্জিন।