১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে দুই রাজ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। বৃহস্পতিবার বেলা ১১.১৫ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের বিনায় পৌঁছবেন প্রধানমন্ত্রী, সেখানে তিনি ৫০ হাজার ৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে ‘বিনা রিফাইনারিতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স’ এবং সমগ্র মধ্যপ্রদেশজুড়ে ১০টি নতুন শিল্প প্রকল্প।
এরপর বিকেল ৩.১৫ মিনিট নাগাদ ছত্তিশগড়ের রায়গড়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদী, সেখানে তিনি গুরুত্বপূর্ণ রেল সেক্টর প্রকল্পগুলি দেশকে উৎসর্গ করবেন। অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের নয়টি জেলায় ‘ক্রিটিকাল কেয়ার ব্লক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এক লক্ষ সিকেল সেল কাউন্সেলিং কার্ডও বিতরণ করবেন।