চতুর্থ দফা লোকসভা নির্বাচনের আগে রাজ্যে ফের ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, তাতে আগামী রবিবার রাজ্যে আসবেন মোদি। ওই দিনই পর পর তিনটি সভা করার কথা রয়েছে তার। এর মধ্যে দু’টি সভা হবে হুগলি জেলায়। আর একটি সভা হবে হাওড়ায়।
জেলার দুই লোকসভা কেন্দ্র হুগলি এবং শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী। হুগলির চুঁচুড়ায় একটি সভা এবং পুরশুড়ায় একটি সভা করার কথা রয়েছে মোদীর। ওই সভায় উপস্থিত থাকবেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু। হুগলি জেলার আর এক কেন্দ্র আরামবাগ। সেখানকার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে।
অন্যদিকে রবিবারই মোদির সভা করার কথা হাওড়া জেলার সাঁকরাইলে। হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং উলুবেড়িয়ার পদ্মপ্রার্থী অরুণ উদয় পালচৌধুরীর সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী।