দেশ ব্রেকিং নিউজ

মহারাষ্ট্রে ৫১১টি গ্রামীণ দক্ষতা উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার মহারাষ্ট্রে ৫১১টি গ্রামীণ দক্ষতা উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্রে ৫১১টি গ্রামীণ দক্ষতা উন্নয়ন কেন্দ্র চালু করবেন। এই কেন্দ্রগুলি মহারাষ্ট্রের ৩৪টি গ্রামীণ জেলায় তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

গ্রামীণ দক্ষতা উন্নয়ন কেন্দ্র গ্রামের যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিতে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। প্রতিটি কেন্দ্র কমপক্ষে দুটি বৃত্তিমূলক কোর্সে প্রায় ১০০ জন যুবককে প্রশিক্ষণ দেবে। জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের অধীনে যেসব সংস্থা রয়েছে তারাই এই প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এই কেন্দ্রগুলি তৈরির ফলে যুবকরা আরও দক্ষ হবে। পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।