উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পুনর্নির্মিত কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। আজও বারাণসীতে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সকালে প্রথমেই বিশ্বনাথ দর্শন করতে যাবেন বিশ্বনাথ মন্দিরে। সেখান থেকে ফিরে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক সারবেন মোদি। জানা গেছে, ওই বৈঠকে ১২টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের কাজের খতিয়ান পেশ করবেন এবং তা পর্যালোচনা করে দেখবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, গভীর রাতে বারাণসী রেল স্টেশন চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী জানান, রেল যোগাযোগের পাশাপাশি আধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য। একটি যোগ সংস্থার অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। বিকেলে তাঁর দিল্লি ফেরার কথা।
প্রসঙ্গত, গতকাল ক্রুজে এসে গঙ্গাস্নান করে বিশ্বনাথ মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। নির্মাণ শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরে দেখেন সন্ধ্যারতিও। এদিন বারাণসী পৌঁছে প্রথমে কালভৈরব মন্দিরে যান মোদি। সেখানে পুজো দেওয়ার পর, ক্রুজে উঠে পড়েন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ক্রুজের মধ্যে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে একান্তে আলোচনা করতেও দেখা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন বলেন, এখানে সবাই আসতে চাইতেন, কিন্তু রাস্তা সংকীর্ণ ছিল। এখন সোজা গঙ্গার ঘাট থেকে মন্দিরে আসা অনেক সহজ হবে। ৩ হাজার বর্গফুটের করিডর এখন ৫ লক্ষ বর্গফুটের করা হয়েছে। এখন মন্দির পরিসরে প্রায় ৭০ হাজার পুণ্যার্থী আসতে পারবেন। ২০১৯ সালে এই প্রকল্পের শিল্যন্যাস করেছিলেন মোদি। তারপর প্রায় ৩৩৯ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই করিডোর।