রাজ্য লিড নিউজ

সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রকে ফোন প্রধানমন্ত্রীর, রেখাকে ‘শক্তিস্বরূপা’ বললেন মোদী

রেখা পাত্রকে লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। রবিবার রাতে তাঁর নাম ঘোষণা করে দল৷ এর ৪৮ ঘণ্টার মধ্যে রেখার কাছে এল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন। তাঁদের কথোপকখনের সেই অডিও এদিন সরাসরি সম্প্রচারিত হয়েছে।

প্রধানমন্ত্রীকে ভগবান রামের সঙ্গে তুলনা করেন রেখা। তিনি বলেন, আপনার হাত আমাদের মাথায় রয়েছে৷ জবাবে প্রধানমন্ত্রী বলেন, আপনার মতো মা বোনেদের হাত আমার মাথায় রয়েছে। নইলে আমি একা তো কিছুই না৷ তাঁর কথায়, “রেখাজি আপনিই শক্তি, আপনিই দুর্গা। বাংলায় শক্তির আরাধনা করা হয়। আপনি সেই শক্তি। কত যে কত বড় সাহস দেখিয়েছেন, জানেন না।”

রেখার কাছে প্রধানমন্ত্রী জানতে চান, লোকসভা ভোটে প্রার্থী হয়ে কেমন সাড়া পেয়েছেন তিনি? জবাবে রেখা পাত্র বলেন, আমি ভাল সাড়া পেয়েছি। অনেকেই আমার পাশে রয়েছেন। খোলাখুলি সমর্থন করছেন। তৃণমূলের যে সব মা বোনেরা শুরুতে আপত্তি করছিলেন, তাঁরাও এখন সমর্থনের কথা বলছেন। আমি চাই সবার ভাল হোক।

তা শুনে প্রধানমন্ত্রী বলেন, আপনার মধ্যে এক জন জনপ্রতিনিধি হয়ে ওঠার সব গুণ দেখতে পাচ্ছি। আপনি শুধু বিজেপির সমর্থকদের কথা ভাবছেন না। আপনার যাঁরা বিরোধী তাঁদেরও ভাল চাইছেন। এই উদারতা একজন জনপ্রতিনিধির থেকে কাঙ্খিত। আমি আশা করছি আপনাকে দিল্লিতে দেখতে পাব।