রাজ্য লিড নিউজ

Primary TET: সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য। এই মামলায় বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চায় রাজ্যের আইনজীবী। আর সেই অনুমতি পাওয়ার পরই মামলা দায়ের করছে রাজ্য। আগামী সপ্তাহের শুরুতেই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই রায় নিয়ে আপত্তি জানায় রাজ্য। আর সেই কারণেই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে রাজ্যের তরফে।

আদালতে জমা দেওয়া পর্ষদের রিপোর্টে বলছে, ১ নম্বর করে বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছিল ২৭৩ জনকে। টেটের প্রশ্নপত্রে ভুল থাকায় পর্ষদের কাছে নম্বর বাড়ানোর দাবি জানিয়ে মোট আবেদনপত্র জমা পড়েছিল ২৭৮৭টি। এদের মধ্যে ২৭৩ জন প্রশিক্ষিত প্রার্থী ছিলেন, যাদের বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল।

অন্যদিকে, বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ  সার্ভে পার্কে শান্তিপ্রসাদ সিনহার বাসভবনে  ৫ সদস্যের সিবিআই প্রতিনিধি দল পৌঁছয়। বাড়িতে তল্লাশির পাশাপাশি শান্তিপ্রসাদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এই মামলার তদন্তে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে আসেন সিবিআইয়ের ১১ সদস্যের প্রতিনিধি দল। সেখানে তল্লাশির পাশাপাশি ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।