এবার প্রাথমিকের টেট পরীক্ষাকে ঘিরে পর্ষদ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করছে টেটের প্রশ্নপত্রে। আগামী ১১ ই ডিসেম্বর প্রাথমিকের টেট। আর সেই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোন প্রশ্ন বা অভিযোগ না ওঠে তার জন্য বিশেষ সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার জন্যই বিশেষ পদক্ষেপ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
সূত্র মারফত জানা যাচ্ছে, এবার প্রশ্নপত্রের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রত্যেক পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্র তৈরি করছে পর্ষদ। অর্থাৎ পরীক্ষার্থীরাই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে খুলবেন। তার আগে ওই প্রশ্নপত্র খোলার সুযোগ থাকবে না অন্য কারও। এর জন্য প্রত্যেক পরীক্ষার্থী পিছু আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি করছে পর্ষদ। সেই প্রশ্নপত্রে উত্তর করার পর পরীক্ষার্থীরাই তা সিল করে জমা দিয়ে দেবেন। অর্থাৎ পরীক্ষার্থী ছাড়া ঐ প্রশ্নপত্র দেখার বা রাখার সুযোগ অন্য কারো হাতেই থাকছে না। এক্ষেত্রে প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় থাকবে বলেই পরিকল্পনা করছে পরিষদ।
প্রসঙ্গত, আগামী ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছে। সেক্ষেত্রে কয়েক হাজার পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। এর জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে পর্ষদ।