বুধবার রাত থেকেই ডাউনলোড করা যাচ্ছে প্রাথমিক টেট-এর অ্যাডমিট কার্ড। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি এদিন রাতে একটি বিজ্ঞপ্তিতে জানান, দু’টি ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। জেনে নিন
অ্যাডমিট কার্ড ডাউনলোডের পদ্ধতি।
‘অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট-২০২২ ফর ক্লাসেস ওয়ান-ফাইভ’ ক্লিক করতে হবে। তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড বা প্রিন্টে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই অ্যাডমিট কার্ড প্রিভিউ স্ক্রিন দেখা যাবে ও প্রার্থীরা অ্যাডমিট কার্ডের প্রিন্ট পাবেন।
দীর্ঘ পাঁচ বছর পর রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরের হবে। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ।
অন্যদিকে টেট পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যেই একাধিক বিধিনিষেধ জারি করেছে পর্ষদ। যেগুলির মধ্যে রয়েছে-
১. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে নির্দিষ্ট কেন্দ্রে পৌছাতে হবে।
২. অ্যাডমিট কার্ডের রোল নম্বর অনুযায়ী পরীক্ষা হলে নির্দিষ্ট আসনে বসতে হবে।
৩. মাইক্রোফোন, স্ক্যানার, পেন ড্রাইভ, মোবাইল,স্মার্ট ওয়াচ, ইয়ারফোন ও ব্লুটুথ কোনও রকম ইলেকট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।
৪. পরীক্ষার্থীরা কোনও রকম গয়না পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না।
৫. কোনও অতিরিক্ত লেখার কাগজ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
৬. পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত অনুমতি ছাড়া পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না।
৭. ক্যালকুলেটর, রাইটিং প্যাড, পেন-পেন্সিলের ব্যাগ, লগ টেবিল ও বোর্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না।
৮. পরীক্ষার্থীরা কোনও খাবার বা জল নিয়েও প্রবেশ করতে পারবে না।