বছরের শেষ দিনে টেটের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। ২০২১ সালের ৩১ জানুয়ারি বেলা ১ টায় শুরু হবে পরীক্ষা। শেষ হবে সাড়ে তিনটেয়। অর্থাৎ আড়াই ঘণ্টা সময় পাবেন পরীক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার তৃতীয় টেটের বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী ৩১ জানুয়ারি টেট নেওয়া হবে। পরীক্ষা হবে মোট ১৫০ নম্বরে। টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়াও শুরু হতে চলেছে জানুয়ারি মাসে। মোট ১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে।
শূন্যপদ ১৬,৫০০। পরীক্ষা দেবেন আড়াই লক্ষেরও বেশি। টেট উত্তীর্ণদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে আগামী জানুয়ারি মাসের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত। করোনা পরিস্থিতিতে বিগত বেশ কিছুদিন ধরে সমস্ত পরীক্ষা অনলাইনে হলেও, ৩১ জানুয়ারি টেট হবে অফলাইনে। অর্থাৎ আগের মতোই পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে।
গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে টেট পরীক্ষা হবে বলে জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ। যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যাবে নিয়োগ প্যানেল।
