সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি জানালেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন ২০,০০০ নিয়োগ হবে। সেই কথা তিনি রেখেছেন। আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইননানুগ নয়, দাবি পর্ষদ সভাপতির। চাকরিপ্রাথীদের রাজনৈতিক ইন্ধন দেওয়া বন্ধ করতে আবেদন করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।
এই প্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করলেন পর্ষদ সভাপতি। তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি আইনানুগ নয়। তাঁর কথায়, গণতান্ত্রিক দেশে প্রত্যেকের আন্দোলন করার অধিকার রয়েছে। তাঁদের আবেগের প্রতি সহমর্মী। কিন্তু অন্যায্য দাবি মানা যায় না।
পাশাপাশি, এই আন্দোলনের পিছনে রাজনীতি দেখছেন সভাপতি। তিনি বলেন, আমি তো জল খাওয়ার সময় পাচ্ছি না। আমরা কেউ স্বাভাবিক ভাবে অফিসে ঢুকতে বেরোতে পারছি না। খাবার আনতে পারছি না। রাজনৈতিক ইন্ধন রয়েছে এই আন্দোলনে। সকল প্রার্থীকেই ইন্টারভিউতে অংশ নিতে হবে। প্রার্থীরা যে দাবি করেছেন ইন্টারভিউ দেবেন না, তা মানা সম্ভব নয়।