ব্রেকিং নিউজ রাজ্য

Primary TET: ২০১৪ টেট উত্তীর্ণদের জন্য বড় নির্দেশ দিল হাইকোর্ট

২০১৪ সালের টেট উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণে অনুমতি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদকে চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ দিতে হবে, বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহা।

তিনি বলেন, তাঁরা ভর্তি হতে পারবেন ডিএলএড কোর্সে।২০১৪ থেকে শুরু করে ২০২৪ কেটে গেলেও প্রশিক্ষণ নিয়ে কোনোরকম আগ্রহ দেখায়নি পর্ষদ। রাজ্যে কয়েক হাজার এমন প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছে, এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার বিচারপতি সিনহা জানান, প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি দিতে হবে পর্ষদকে।