ব্রেকিং নিউজ রাজ্য

Primary TET: টেটে ভুল প্রশ্নের জের, আরও ৬৫ জনকে চাকরির নির্দেশ

প্রাথমিক টেট পরীক্ষায় প্রশ্ন ভুল থাকার কারণে ১৮৫ জনকে আগেই চাকরিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার আরও আরও ৬৫ জন যুক্ত হলেন সেই তালিকায়। আদালতের নির্দেশ, ২৮ সেপ্টেম্বরের মধ্যে এঁদের নিয়োগ করতে হবে। আগের বারের মতো এদিনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, যদি শূন্যপদ না থাকে তাহলে তা তৈরি করে নিয়োগ করতে হবে।

উল্লেখ্য,২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ২০১৬ ও ২০১৯ সালে নিয়োগ করে রাজ্য। এই নিয়ে কলকাতা হাই কোর্টে আলাদা করে ৬টি মামলা দায়ের করা হয়ে।

মামলাকারীরা আর্জি জানান, ৬টি প্রশ্ন ভুল ছিল। তারা সেই প্রশ্নে উত্তর দেন। ফলে প্রশ্নগুলির পুরো নম্বর তাঁদের প্রাপ্য। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়। তাঁরা অনুসন্ধান করে হাইকোর্টকে রিপোর্ট দেয়, ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই কমিটি জানায়, পরীক্ষার্থীদের দাবি অমূলক নয়। এদিকে মামলায় ২০১৮ সালের ৩ অক্টোবর তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ৬টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই নম্বর দিতে হবে।

এরপরই হাইকোর্ট প্রথম ধাপে ২৩ জন, পরে ৫৪ জন এবং শেষে ১১২ জন টেট উত্তীর্ণকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।