মানিক ভট্টাচার্যের পরামর্শে ওএমআর শিট নষ্ট করা হয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এবার হাইকোর্টে এমনটাই বিস্ফোরক দাবি করল পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ শুনে রীতিমতো চমকে গিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা।
মঙ্গলবার ছিল ২০১৭ সালে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওএমআর সিট নষ্ট করা হয়েছে। সম্পূর্ন বেআইনি হওয়া সত্ত্বেও মানিক ভট্টাচার্যের অনুমোদনেই ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছিল। পর্ষদের সদস্যদের সঙ্গে কোনো পরমার্শ ছাড়াই সবকিছু হয়েছে। কিন্তু, পর্ষদের বোর্ডের সদস্যরা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
ইতিমধ্যেই বোর্ডের সদস্যদের সেই সময়কার ‘রিজলিউশন’ পেপার আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। যদিও পর্ষদের বক্তব্য, মানিক ভট্টাচার্য নিজে বোর্ডের সিদ্ধান্ত নিতেন। তিনি বোর্ডের অন্যান্য সদস্যদের জানাননি।
ওএমআর শিটের বিষয়ে বোর্ডের মিটিংয়ে কোনও ‘রেজলিউশন’ নেওয়া হয়নি। যা শুনে বিস্মিত হন বিচারপতি রাজা শেখর মন্থর। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানিতে মিটিংয়ের ‘রিজলিউশন’ কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।