এবার রাজ্যজুড়ে খুলতে চলেছে প্রাথমিক স্তরের স্কুল। সরস্বতী পুজোর আগেই রাজ্য জুড়ে ফের পড়ুয়ারা ফিরেছে স্কুল, কলেজে। ফের খুলে গিয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। সরকারি নির্দেশ অনুযায়ী অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে যেতে পারছে। সরকারি, বেসরকারি স্কুল সেই নির্দেশ মেনেই স্কুল খুলেছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয়েই চলছে ক্লাস।
পশ্চিমবঙ্গের কোভিড সংক্রমণ কমতেই সোমবার নয়া কোভিড গাইডলাইন জারি করে চলতি সপ্তাহ থেকেই রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলগুলি খোলার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। আপাতত ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু হবে। কঠোর বিধি মেনে তবেই স্কুলে প্রবেশের অনুমতি পাবে পড়ুয়ারা।
নয়া কোভিডবিধিতে শিথিল করা হয়েছে নাইট কারফিউও। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত্রিকালীন বিধিনিষেধ। ফেব্রুয়ারি থেকে নয়া বিধিনিষেধ কার্যকরী হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
গত সপ্তাহেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্ধাস্তুদের পাট্টা বিলির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”স্কুল গুলো চালু হয়েছে। বড়রা যাচ্ছে স্কুলে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত চলছে পাড়ায় শিক্ষালয়। ছোটদেরটা কয়েকদিন অপেক্ষা করতে হবে। কোভিড পুরোটা নিয়ন্ত্রণে এসে গেলেই হবে। ছোট ক্লাসগুলো ৫০ পার্সেন্ট করে ক্লাস করতে পারে নাকি, সেটা স্কুল গুলোর সঙ্গে কথা বলে দেখতে হবে। তাহলে আর্ধেক করে ভাগাভাগি করে নেওয়া যাবে।” মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পরেই আশার আলো দেখতে শুরু করেন অভিভাবকরা। এবার সরকারি নির্দেশিকায় স্বস্তি অনেকটাই বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।