রাজ্য

আকাশছোঁয়া বাজারদরে নাভিশ্বাস মধ্যবিত্তের

মুখ্যমন্ত্রীর তথাকথিত টাস্ক ফোর্স কী লকডাউনে কাজ করছে না?‌ এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে তিলোত্তমা কলকাতায়। কারণ মধ্যবিত্ত মানুষের মুখের খাবার এখন অগ্নিমূল্য। সবজিতে হাত দিলে ছ্যাঁকা লাগছে। শুধু লঙ্কা দিয়ে ভাত খাওয়ারও অবস্থা নেই। তাছাড়া রেশনে চাল পাওয়া গেলেও ডাল মাঝেমধ্যেই অমিল বলে অভিযোগ উঠতে শুরু করেছে। ফলে এবার করোনার পরিবর্তে না খেতে পেয়ে মানুষ মারা যাবে বলে চর্চা শুরু হয়েছে। তবু দেখা নেই টাস্ক ফোর্সের।
এখন করোনার জেরে সপ্তাহে দু’‌দিন সম্পূর্ণ লকডাউন চলছে। বাকি পাঁচটা দিনে ছাড় রয়েছে। কিন্তু এই দু’দিনের লকডাউনের কথা মাথায় রেখেই একেবারে রান্নাঘরের সবজির তাক গুছিয়ে রাখতে ব্যস্ত মধ্যবিত্তরা। আর এদিকে আগুনছোঁয়া সবজির দাম। অথচ সকালে বাজারে গিয়ে দেখা যায় আলু ৩০ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, লঙ্কা ২০০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, ফুলকপি ৩০ টাকা কেজি। মাছ–মাংস তো আলোচনার বাইরে। এমনকী ডিমও কোথাও কোথাও ৬ টাকায় একটি বিক্রি হচ্ছে। তবে কেউ দেখার নেই!‌
জানা গিয়েছে, বাজারের এই দর দেখে তো নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটায় সবজির দাম বেড়েছে। তার মধ্যে ট্রেন না চলায় দাম আরও বেড়েছে। যারা ঠেলা নিয়ে বাড়িতে বিক্রি করতে যাচ্ছেন, সেখানে আরও দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে। সেখানের দাম শুনলে অবশ্য মাথায় রক্ত চড়বে!