দেশ ব্রেকিং নিউজ

টানা চারদিন দাম বাড়ল জ্বালানির

পরপর বেড়ে চলেছে জ্বালানির দাম। উৎসবের মরশুমেও জ্বালানির জ্বালায় জর্জরিত জনতা। এই নিয়ে চারদিন কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম পেরিয়ে গেল ১০৪ টাকা। যা রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আর তার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়েছে।

বৃহস্পতিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা ২৩ পয়সা। অর্থাৎ গতকালের তুলনায় ২৯ পয়সা বেড়েছে দাম। ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৯৫.২৩ টাকা। বৃহ্স্পতিবারের তুলনায় দাম বেড়েছে ৩৫ পয়সা। রাজধানী নয়াদিল্লিতে শুক্রবার এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৩.৫৪ টাকা। লিটার পিছু ডিজেলের দাম ৯২.১২ টাকা।

মুম্বইয়ে বৃহ্স্পতিবারই পেট্রোলের দাম পেরিয়েছিল ১০৯ টাকা। শুক্রবার ফের ২৯ পয়সা বেড়েছে দাম। এদিন মুম্বইয়ে এক লিটার পেট্রোল কিনতে খরচ করতে হবে ১০৯ টাকা ৫৪ পয়সা। ঊর্ধ্বমুখী ডিজেলও। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৯২ পয়সা। চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রোল বিকোচ্ছে ১০১ টাকা ০১ পয়সা দরে। প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৯৬ টাকায়।

উল্লেখ্য, লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির দায় অবশ্য নিতে রাজি নয় কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাফ জানিয়েছেন, পেট্রোপণ্য আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই এর দামের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না।