রাজ্য

গ্যাসের দাম বাড়ল আরও ৫০ টাকা

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার দেশজুড়ে ৫০ টাকা বেড়েছে গৃহস্থালির ব্যবহারের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হয়েছে ৭২০.৫০ টাকা। আমজনতার ধৈর্যের আরও বেশি পরীক্ষা নিতেই চলতি মাসে দু’‌সপ্তাহের কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার দাম বাড়ল রান্নার গ্যাসের। গৃহস্থের ১৪.২ কেজি (ভর্তুকিহীন) ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় ১৯ কেজি, দু’ধরনের সিলিন্ডারেরই। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি জানাল, কলকাতায় আজ থেকে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বাড়ছে আরও ৫০ টাকা। এর আগে গত ২ ডিসেম্বরও বেড়েছিল ৫০ টাকা। অর্থাৎ, দু’দফায় মোট ১০০ টাকা।
একইসঙ্গে বেড়েছে বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারের দামও। বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে ১৩৮৭.৫০ টাকা। মাত্র এক মাসে রান্নার গ্যাসের দাম এতটা বাড়ায় ক্ষোভের মুখে পড়েছে মোদী সরকার। বিশেষত করোনার জেরে চারপাশে আর্থিক সঙ্কট যখন তীব্র, বহু মানুষের রুজি-রোজগার যখন অনিশ্চিত তখন এই বারবার গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে মারতে চাইছে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সংস্থাগুলি জানায়, ডিসেম্বরে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ৫৫.৫০ টাকা বাড়লেও, ১৪.২ কেজির ভর্তুকিহীন গ্যাস একই থাকবে (৬২০.৫০ টাকা)। কিন্তু দু’‌দিন বাদে রাত ২টোর পরে আচমকাই ডিস্ট্রিবিউটরদের কাছে পৌঁছয় তাদের বার্তা, ৫০ টাকা বেড়ে কলকাতায় নতুন দাম হচ্ছে ৬৭০.৫০ টাকা। এবার তো আরও ৫০ টাকা বেশি লাগবে ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে।