চলতি মাসের ৯ তারিখ পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে। সেদেশের একটি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদন থেকে এমনই তথ্য পাওয়া গেছে।
পাকিস্তানের নির্বাচন কমিশনের একাধিক সূত্র বলেছে, কেন্দ্র এবং প্রদেশগুলোতে সরকার গঠনের জন্য সিনেট নির্বাচনের আগেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং জাতীয় পরিষদের সদস্যদের শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও অন্যান্য কয়েকটি দল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করছে। জানা গেছে, পিএমএল-এন ও পিপিপি জোটের শরিকদের প্রেসিডেন্ট প্রার্থী হবেন আসিফ আলি জারদারি।
সূত্রের খবর, আগামী ৯ মার্চ পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পিপিপি ও পিএমএল-এন তাদের ক্ষমতা ভাগাভাগির আলোচনার সময় রাষ্ট্রপ্রধান হিসেবে আসিফ আলি জারদারির নাম প্রস্তাবের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।