তাঁর বাড়িও বাদ যায়নি করোনার থাবা থেকে। আইসোলেশনে গিয়েছে গোটা রাইসিনা হিলস। বিপদ টের পেয়েছেন তিনি স্বয়ং। না, এখানে রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে না। বরং যিনি এই তাগিদ অনুভব করেছেন এবং উদ্যোগ নিয়েছেন তাঁর কথা বলা হচ্ছে। নিজের হাতে মাস্ক বানিয়ে সেই বার্তাই দিলেন দেশের ফার্স্ট লেডি তথা রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দ।
এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সবিতা দেবী নিজে হাতে সেলাই মেশিনে মাস্ক বানাচ্ছেন। নিজেও একটি মাস্ক পরে রয়েছেন। দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডের অধীনে থাকা আবাসিকদের ওই মাস্ক তুলে দেওয়া হবে। সব রাজ্যই এখন মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছে। কিন্তু এই ছবি অনেকে দেখবেন তা ভাবতেই পারছেন না। আসলে তিনিও এই যুদ্ধে সামিল হতে চান।
করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা অত্যন্ত জরুরি। লকডাউন এখনও বলবত রয়েছে। কিন্তু এরপরেও বিভিন্ন জায়গায় লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষ। সচেতনতা বৃদ্ধি করতে প্রশাসন-পুলিস সব রকমের চেষ্টা চালাচ্ছে। থেমে নেই সেলিব্রিটিরাও। এবার খোদ রাষ্ট্রপতির স্ত্রী মাস্ক বানিয়ে বার্তা দিলেন, করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে প্রত্যেক দেশবাসীকে। সামর্থ্য অনুযায়ী দুঃস্থদের পাশে এভাবেও থাকা যায় বলে বার্তা সবিতা দেবীর।