রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৮ অক্টোবর থেকে ৩ দিনের সফরে বিহারে যাচ্ছেন। তিনি আগামীকাল পাটনায় বিহারের চতুর্থ কৃষি রোডম্যাপ ২০২৩-২৪ এর সূচনা করবেন৷ এর পরে তিনি গুরু গোবিন্দ সিংজি মহারাজের জন্মস্থান পাটনা শহরের তখত শ্রী হরিমন্দির সাহেবে প্রার্থনা করবেন।
রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার পর এটিই দ্রৌপদী মুর্মুর প্রথম বিহার সফর। নির্ধারিত সফরে রাষ্ট্রপতি দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং পাটনার এইমস-এর তিনটি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।
জানা গেছে, ১৯ অক্টোবর, রাষ্ট্রপতি তাঁর সফরের দ্বিতীয় দিনে, পূর্ব চম্পারণ জেলার মোতিহারির মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এইমস পাটনার মেধাবী শিক্ষার্থীদের ডিগ্রি এবং পদক প্রদান করবেন। সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি ২০ অক্টোবর গয়ার দক্ষিণ বিহার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।