আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, শোকজ্ঞাপন মোদির

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ইরানে। মৃত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রবিবার মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় রাইসির কপ্টার। সোমবার সকালে ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ মিলেছে। ধ্বংসস্তূপে কোনও প্রাণের চিহ্ন নেই বলেই খবর পাওয়া গিয়েছে। তারপরই আশঙ্কা করা হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যু হয়েছে। সোমবার রাইসির মৃত্যুর খবর পেয়েই এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কঠিন সময়ে ইরানের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, রবিবার আজারবাইজানে বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফেরার পথেই দুর্ঘটনার মুখে পড়ে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার। হঠাৎই হারিয়ে যায় কপ্টারটি। হেলিকপ্টারের খোঁজে রবিবার রাতভর তল্লাশি অভিযান চলে। প্রবল ঝড়বৃষ্টি, তুষারপাত এবং তীব্র ঠান্ডার মধ্যেও সোমবার সকালে উদ্ধারকাজ জারি রাখা হয়।

তুর্কির একটি নাইট ভিশন ড্রোনের মাধ্যমে উদ্ধারকাজে সাহায্য করা হয়। এরপর এদিন সকালে জোলফার পার্বত্য অঞ্চলে কপ্টারটির খোঁজ মেলে। দুর্ঘটনাস্থলে কপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সেখানে প্রাণের কোনও চিহ্ন মেলেনি।আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে কপ্টারটি। অনুমান করা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিদেশমন্ত্রী সহ যে ৯ জন হেলিকপ্টারে ছিলেন, সকলেরই মৃত্যু হয়েছে।