ব্রেকিং নিউজ রাজ্য

President of India: একদিনের সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আহ্বান জানালেন ‘নেশা মুক্ত বাংলা’র

একদিনের সফরে বৃহস্পতিবার সকালেই কলকাতায় এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকে রাজভবনে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘নেশা মুক্ত ভারত’ গড়ার জন্য যুবসমাজ-সহ সমগ্র দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার কলকাতায় রাজভবনে নেশা মুক্ত ভারত অভিযানের অন্তর্গত ‘মাই বেঙ্গল অ্যাডিকশন ফ্রি বেঙ্গল’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, “স্কুল কলেজ থেকেই যে কোনও ধরনের আসক্তির কুফল সম্পর্কে তাদের সচেতন করা সম্ভব এবং এ ব্যাপারে শিক্ষক-শিক্ষিকাই অগ্রণী ভূমিকা নিতে পারেন।”

রাষ্ট্রপতির কথায়, “মানসিক চাপ এবং সহকর্মীদের চাপের কারণে যে কোনও ধরনের আসক্তি তৈরি হয়।আসক্তি শুধু স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, এটি আরও অনেক ব্যাধির দিকে নিয়ে যায়। মানুষ অভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়ে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়াও মানুষের চরিত্রে পড়ে।”

রাষ্ট্রপতি বলেছেন, “সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং, গ্রুপ ডিসকাশন, খেলাধুলা, সৃজনশীল কার্যক্রম এবং অন্যান্য মাধ্যমে শিক্ষার্থীরা কোনও ভুল পথে যাচ্ছে কিনা তা খুঁজে বের করতে হবে। এমন কিছু সামনে এলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।”