আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিয়ে সংশয়ে ট্রাম্প

আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায়। সেক্ষেত্রে হাতে সময় বলতে আর দু’‌মাস। তাই মার্কিন গোয়েন্দা দপ্তরের আশঙ্কা, এবারও কলকাঠি নাড়তে পারে একাধিক বিদেশি রাষ্ট্র। শুক্রবার ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের ডিরেক্টর উইলিয়াম এভানিনা এই নিয়ে বিবৃতি দিয়ে আশঙ্কা প্রকাশ করেন। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জোগাবে রাশিয়া। ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বিডেনকে আড়াল থেকে সাহায্য করতে পারে চিন। এমনকী অশান্তি পাকাতে চেষ্টা করবে ইরান।
প্রেসিডেন্ট অবশ্য বলেন, ‘‌আমি রাশিয়ার বিরুদ্ধে যতটা কড়া হয়েছি, তা আর কেউ হয়নি। তাই ওঁদের কাছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পছন্দের তালিকায় আমি সবচেয়ে নীচে।’‌ আসলে সবাইকে শত্রু বানিয়েছেন ট্রাম্প বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। আর বিডেনের কাছে তিনি হারলে চিন সব থেকে বেশি খুশি হবে বলে মনে করেন ট্রাম্প। কারণ আমেরিকা তাদের হাতের মুঠোয় এসে যাবে।
যদিও মার্কিন গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, এক রুশপন্থী ইউক্রেনীয় রাজনীতিবিদ ইতিমধ্যেই প্রকাশ্যে বিডেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রচার করছেন। সম্ভবত ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিউলিয়ানির সঙ্গেও দেখা হয়েছে ওই রাজনীতিবিদের। ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ মাথায় রাখলে এই তথ্য উড়িয়ে দেওয়ার মতো নয়।

ছবি—অ্যাসোসিয়েট প্রেস।