দেশ লিড নিউজ

President Election 2022: আজ দেশের রাষ্ট্রপতি নির্বাচন, গণনা বৃহস্পতিবার

আজ, ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু তাঁর বিরুদ্ধে যশবন্ত সিনহাকে প্রার্থী করেছে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার হবে গণনা। সোমবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন প্রক্রিয়া চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাজনৈতিক মহলের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে ‘ক্রস ভোট’-এর বিষয়টি তাত্‍পর্যপূর্ণ। বিশেষ করে এই রাজ্যের ক্ষেত্রে। ক্রস ভোটের অর্থ এক দলের প্রতিনিধির অন্য দলের প্রার্থীকে ভোটদান।

প্রসঙ্গত, ভারতে এমপি ও বিধায়কদের সম্মিলিত ভোটমূল্য ১০ লক্ষ ৯৮ হাজার ৭৮২। কয়েকটি আসন খালি থাকায় এবার মোট ভোটমূল্য ১০ লাখ ৮১ হাজার ৯৯১। এমপি ও বিধায়কদের সম্মিলিত ভোটমূল্য প্রায় সমান।

ভারতের লোকসভা, রাজ্যসভায় নির্বাচিত সদস্য সংখ্যা যথাক্রমে ৫৪৩ ও ২৩৩। তবে এখন রাজ্যসভায় পাঁচটি আসন খালি আছে। ৩০ টি বিধানসভার মোট বিধায়কের বর্তমান সংখ্যা হচ্ছে ৪ হাজার ১২৩। ১৯৭১ সালের জনগণনার রিপোর্টকে ভিত্তি করে এমপি ও বিধায়কদের ভোটমূল্য নির্ধারিত হয়। ২০২৬ সাল পর্যন্ত ওই জনগণনার ভিত্তিতেই ভোটের মূল্য নির্ধারিত হবে। ভোটমূল্যের হিসাবে শীর্ষে জনবহুল হল উত্তর প্রদেশ। সেই রাজ্যের একজন বিধায়কের ভোটমূল্য ২০৮।

পশ্চিমবঙ্গের প্রত্যেক বিধায়কের ভোটমূল্য ১৫১। ভোটমূল্য সবচেয়ে কম সিকিমের বিধায়কদের, মাত্র ৭। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভা ও রাজ্যসভায় নির্বাচিত প্রত্যেক এমপির ভোটমূল্য ৭০৮। বিধায়কদের সম্মিলিত ভোটমূল্য ৫ লাখ ৪৯ হাজার ৪৭৪।

: একনজরে রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি :

• মোট ভোটার: ৪ হাজার ৮০৯ জন
• রাজ্যসভার সাংসদ: ২৩৩ জন
• লোকসভার সাংসদ: ৫৪৩ জন
• মোট বিধায়ক: ৪ হাজার ৩৩ জন
• মোট ভোটমূল্য: ১০ লক্ষ ৮৬ হাজার ৪৩১
• বিধায়কদের ভোটের মোট মূল্য: ৫ লক্ষ ৪৩ হাজার ২৩১
• সাংসদদের ভোটের মোট মূল্য: ৫ লক্ষ ৪৩ হাজার ২০০