তিনদিনের ত্রিপুরা ও অসম সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবারই গুয়াহাটি যাচ্ছেন তিনি। এদিনই আগরতলা থেকে কলকাতার ট্রেনের সূচনা করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যার ফলে এবার থেকে ট্রেনেই কলকাতা থেকে যাওয়া যাবে আগরতলা।
ত্রিপুরার সঙ্গে দেশের অন্য এলাকার রেল যোগাযোগ উন্নত করার লক্ষ্যেই কলকাতা থেকে গুয়াহাটির ট্রেনকে আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। এই ট্রেনটি সপ্তাহে মাত্র একদিনই চলবে। এই ট্রেনটির নম্বর বদলে হচ্ছে ০২৫০২/০২৫০১। আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত এই ট্রেনটি চলবে।
বৃহস্পতিবার গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে ‘পরম কামরূপ’ নামে একটি সুপার কম্পিউটারের উদ্বোধন করবেন তিনি। সেখান থেকেই ধুবুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করবেন। এটি হচ্ছে অসমের নবম মেডিক্যাল কলেজ। পাশাপাশি এদিন রাষ্ট্রপতি ভার্চুয়ালি মধ্যপ্রদেশের জব্বলপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির জোনাল ইনস্টিটিউট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সূত্রের খবর,তিনদিনের ত্রিপুরা এবং অসম সফরে এসে চা বাগান এলাকার ১০০টি মডেল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। অসমের একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথাও রয়েছে রাষ্ট্রপতির। এছাড়াও গুয়াহাটি থেকে নাগাল্যান্ডের শোখুভি এবং মেঘালয়ের মান্দিপাথর পর্যন্ত ট্রেনের সূচনা করবেন রাষ্ট্রপতি।