দেশ ব্রেকিং নিউজ

৩ দিনের মরিশাস সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার মরিশাস সফরের উদ্দেশে রওনা দিয়েছেন। মরিশাসে তাঁর ৩ দিনের সফর রয়েছে। ১২ মার্চ মরিশাসের রাষ্ট্রীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

ভারতীয় নৌবাহিনীর একটি দলও এই অনুষ্ঠানে অংশ নেবে। এরমধ্যে ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন জাহাজ – আইএনএস তীর এবং সিজিএস সারথীও রয়েছে।

মরিশাস সফরে থাকাকালীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রোপুন এবং প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাথের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জানা গেছে, মুর্মু মরিশাস জাতীয় পরিষদের অধ্যক্ষ, মরিশাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য নেতাদের সঙ্গেও দেখা করবেন।