আন্তর্জাতিক

‘‌পরের মহামারির জন্য প্রস্তুত হন’‌

করোনা কতদিনে বিদায় নেবে, তার ঠিক নেই। তবে পরের অতিমারীর জন্য গোটা বিশ্বকে তৈরি হতে বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসুস। পরের অতিমারীর জন্য এখন থেকেই প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ফলে আতঙ্ক বাড়ল আরও।
করোনা সংক্রমণে এখনও পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্ত হয়েছেন ২,৭৩,৩২,৫৩২ জন। করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮,৯২,৪৪১ জনের। তার মধ্যে দ্বিতীয় অতিমারীর জন্য প্রস্তুত হতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু–এর কর্ণধার টেড্রোস আডানোম গেব্রিয়াসুস বলেন, ‘‌করোনার আগেও বিশ্বে মহামারীর প্রকোপ দেখা দিয়েছে এবং করোনার পরেও তা দেখা দেবে। করোনাভাইরাস মানব সভ্যতার শেষ মহামারী নয়। তাই এখন থেকেই বিশ্বের সমস্ত দেশকে গণস্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করতে হবে। যাতে পরবর্তী অতিমারীর মোকাবিলা আরও একটু ভালো ভাবে করা যায়।
নয়া নজির গড়ে ভারতে প্রায় ৯১ হাজার মানুষ আক্রান্ত হন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে যায়। মোট সংক্রমণে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ভারতের ঠিক উপরেই রয়েছে আমেরিকা।