আর মাত্র কয়েকদিন পরেই উৎসব শুরু হয়ে যাবে সাগরে। আর তার আগেই জোর কদমে শুরু হয়ে গেল সেই সব প্রস্তুতি।
‘সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার’। গঙ্গার মর্ত্যে আসা ও সগর রাজার পুত্রদের জীবনদানের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই তীর্থভূমি। মকর সংক্রান্তির পুণ্য তিথিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে এই গঙ্গাসাগর মেলায়। আর মাত্র কয়েকমাস পরেই গঙ্গাসাগর মেলা। তার আগেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে শুক্রবার সাগরের রুদ্রনগরে বিডিও অফিসে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতিও চলছে জোরকদমে।
ইতিমধ্যে একাধিক মন্ত্রী সাগরের পরিকাঠামো নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। শুক্রবার বেলা ১২ টা নাগাদ সাগরের রুদ্রনগের বিডিও অফিসে সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিম হাজরা। এদিনের এই বৈঠকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়,সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, চেয়ারম্যান সীমান্ত কুমার মালি,সাগরের সার্কেল ইন্সপেক্টর চন্দন কুসুম দাস, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার প্রধান সহ সংশ্লিষ্ট সব বিভাগের আধিকারিকরা।