আগামী ৩ ডিসেম্বর শনিবার কাঁথি কলেজ মাঠে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সভা হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির কাছেই। সভাকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রস্তুতি চলছে জোরকদমে।
এদিকে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চের দূরত্ব মাত্র প্রায় ২০০ মিটার। ফলে চড়ছে রাজনৈতিক পারদ। ইতিমধ্যেই এই নিয়ে মামলা দায়ের করা হয় আদালতে। কিন্তু আদালতে ধাক্কা খেতে হয় শুভেন্দুকে। অবশেষে তাঁর বাড়ির ২০০ মিটার দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার অনুমতি দেয় আদালত। আর এই রায়ে স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, আদালতের নির্দেশ অনুসারে শব্দবিধি মেনেই সভা হবে। প্রায় এক লক্ষ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভায় উপস্থিত হবেন কাঁথি কলেজ ময়দানে।
কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যাণ্ড থেকে দুটো রাস্তা গেছে কাঁথি প্রভাত কুমার কলেজের মূল গেট পর্যন্ত। এই দুটি রাস্তা বা কলেজ রোডের মাঝেই কাঁথি প্রভাত কুমার কলেজ ময়দান। সবুজ ছোট্ট চারকোনা স্থান হল সভামঞ্চ। সবুজে ঘেরা অংশকে সভাস্থল করা হয়েছে। হলুদ অংশটি শান্তিকুঞ্জ। আর লাল অংশটি কলেজ গেট।
শান্তিকুঞ্জের পেছনে ও উত্তর দিকের রাস্তাতে আনুমানিক ২০ থেকে ২৫ মিটার দূরে লাগানো রয়েছে মাইক। তবে, বাড়ির একদম সামনের রাস্তাতে নেই কোন মাইক।