ধর্মতলায় ২১ জুলাই প্রস্ততি এখন তুঙ্গে। রাজনৈতিক মহলের দাবি, এবারের শহিদ মঞ্চ ভরতে পারে উত্তরবঙ্গের জনগণে।
চার বছর আগে লোকসভা ভোটে উত্তরবঙ্গে রক্তক্ষরণ হয়েছিল শাসক দলের। চার বছর পর সেই হারানো জমি পায়ের তলায় ফিরে পেয়েছে তৃণমূল। বিধানসভা ভোটের পর পঞ্চায়েত ভোটে বিরাট ভাবে ওই এলাকার পাঁচ জেলায় ফিরে এসেছে রাজ্যে শাসক দল।
রাজনৈতিক মহলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরে নজর, তৃণমূলকে হারানো জমি ফেরাতে বড় ভূমিকা নিয়েছে।
শুধু ধর্মতলায় নয়, শহিদ দিবসের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরেও। রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসার টিকিটের চাহিদা তুঙ্গে। উত্তরবঙ্গ থেকে কলকাতা আসা সব ট্রেনের টিকিটই প্রায় শেষের পথে।
শুক্রবার, পঞ্চায়েত জয়ের পর প্রথম এই জনসভা। প্রধান বক্তা তৃণমূল নেত্রী। বার্তা স্পষ্ট, চব্বিশের লড়াইয়ে এনডিএ বনাম ইন্ডিয়া। মুম্বইয়ে কৌশল বৈঠকের আগেই দামামা বাজতে চলেছে কলকাতা থেকেই।