ব্রেকিং নিউজ রাজ্য

প্রাথমিক টেট মামলার নিষ্পত্তি!

২০১৪ সালের প্রাথমিক টেট মামলায় নম্বর দেওয়া এবং প্রার্থী বাছাই ত্রুটিপূর্ন বলে আদালতে স্বীকার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ‘৬ প্রশ্নভুল’ মামলায় ত্রুটি শুধরে নেবে বোর্ডই । সেই ত্রুটি শোধরানোর জন্য হাইকোর্টে প্রস্তাবও দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার মামলার শুনানি ছিল, সেখানেই মামলাকারীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ, ওই পরীক্ষার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। বোর্ডের তরফে জানানো হয়, ওই ৬ প্রশ্নে যে কোনও উত্তর দিলেই পূর্ণ নম্বর দেওয়া হবে।

পর্ষদ জানিয়েছে, ত্রুটি শোধরাতে যথাযথ পদক্ষেপ করবে বোর্ড। ৭৩৮ পরীক্ষার্থীর নির্ঘন্ট মেনেই হবে ইন্টারভিউ। বোর্ডের কথায় মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের নির্দেশ, মামলাকারীদের তিন দিনের মধ্যে ইন্টারভিউ নিতেই হবে। নির্দেশের পরই বোর্ডের আইনজীবী জানিয়ে দেন, মামলকারীদের তিন দিনের মধ্যে ইন্টারভিউয়ে ডাকা হবে।

এদিন মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পর্ষদকে নির্দেশ দেন, নিয়োগ নিয়ে যাঁদের যা অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। ১৫ দিনের মধ্যে যে সব অভিযোগ জমা পড়বে, তা খতিয়ে দেখে সেইমতো ব্যবস্থা নিতে হবে। তাতে রাজি হয় পর্ষদ। ২০১৪ সালের টেট পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ত্রুটি জানাতে পারবেন পরীক্ষার্থীরা। বোর্ডের অনলাইন পোর্টালে জানানো যাবে ত্রুটি। ১৫ দিনের মধ্যে জানাতে হবে ত্রুটি।

প্রসঙ্গত, ২০১৪ সালে ৭৩৮টি শূন্য পদে নিয়োগে টেটে উত্তীর্ণদের নিয়োগের জন্য ইন্টারভিউয়ে ডাকতে একটি তালিকা প্রকাশ করেছিল পর্ষদ। সেই তালিকার বিরুদ্ধেই হাই কোর্টের দ্বারস্থ হন পাঁচ পরীক্ষার্থী।