দেশ ব্রেকিং নিউজ

গর্ভবতী মহিলারা টিকা নিতে পারেন?

এবার টিকা নিতে পারবেন গর্ভবতীরাও বলে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর ডা. বলরাম ভার্গব জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে গাইডলাইন। এবার থেকে গর্ভবতীদেরও দেওয়া যাবে কোভিড টিকা। তিনি আরও বলেন, ‘‌গর্ভবতী মহিলাদের কোভিড টিকা দেওয়া সম্পূর্ণ সুরক্ষিত এবং তাঁদের উপর কাজও করে টিকা।’‌

শিশুদের করোনা টিকা দেওয়া যাবে কিনা এখনও কিছু বলা সম্ভব নয় বলে জানান ডা. বলরাম ভার্গব। তিনি বলেন, ‘‌এই মুহূর্তে বিশ্বের একটি মাত্র দেশ শিশুদের কোভিড টিকা দিচ্ছে। শিশুদের কি টিকার আদৌ প্রয়োজন রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। তবে ২ থেকে ১৮ বছরের শিশুদের উপর কীভাবে কাজ করে কোভিড টিকা তা জানার জন্য একটি সমীক্ষা চালানো হচ্ছে।’‌

মা হওয়ার কতদিন পর টিকা নিতে পারবেন মহিলারা? এই প্রশ্ন উঠছিল। বিশেষজ্ঞরা জানান, টিকা নেওয়ার পর শিশুকে স্তন পান করাতে পারবেন মহিলারা। এক্ষেত্রে শিশুর শরীরে কোনও বিরূপ প্রভাব পড়বে না। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড জিটিবি হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক আমির মারুফ জানান, মা হওয়ার কারণে অনেকে টিকা নিতে চাইছেন না। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। হু–এর গাইডলাইন অনুযায়ী, গর্ভবতী মহিলারা টিকা নিতে পারেন।

উল্লেখ্য, নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৪৪৫ জনে। এরমধ্যে অবশ্য সেরে উঠেছেন ২ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৬৭ জন। করোনার জেরে শুধু ভারতেই মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জনের। দেশে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লাখ ১২ হাজার ৮৬৮টি।