ব্রেকিং নিউজ রাজ্য

অন্তঃসত্ত্বা হাতিকে পিষে দিল মালবাহী ট্রেন

মালবাহী ট্রেনের ধাক্কায় ফের মৃত্যু হল গর্ভবতী হাতির। বৃহস্পতিবার ভোররাতে চাপরামারির রেললাইন ধরে গর্ভবতী হাতিটি জঙ্গল পারাপারের সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে। এদিন জঙ্গলের পথে মালবাহী ট্রেনের যথেষ্টই স্পিড ছিল। যার জেরে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পেট থেকে ছিটকে বেরিয়ে আসে গর্ভস্থ সন্তান। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তঃসত্ত্বা হাতিটির। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের আধিকারিকরা।

এ প্রসঙ্গে বন্যপ্রাণ বিভাগের উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, আলিপুরদুয়ারের দলগাওঁ থেকে ডলোমাইট বোঝাই ট্রেন টি দ্রুত গতিতে ডুয়ার্স দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। বুধবার রাত আড়াইটে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সেখানে। যে শাবকটি মা হাতির পেট ফেটে বেড়িয়ে এসেছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই মা হাতিটি প্রসব করত।’

যদিও ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। হাতি মৃত্যু কমাতে যেখানে বন দফতর এবং রেল আধিকারিকদের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারপরেও কীভাবে ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যু হল,তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য অন্তঃসত্ত্বা হাতিটির দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিন ধীর গতিতে মালগাড়িটি চালানোর নির্দেশিকা মানা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।