দেশ

এবার গর্ভবতী গরুর খাবারে বিস্ফোরক প্রয়োগ!‌

মানুষের বিকৃত মানসিকতা থামার উপায় নেই। আবারও নির্মমভাবে পশু অত্যাচারে বেআব্রু হয়ে পড়ল মানসিক চেতনার। কেরলের মল্লপুরমের পর এবার হিমাচলপ্রদেশের বিলাসপুর। খাবারে মোড়া বিস্ফোরক চিবিয়ে ফেলার ফলে চোয়াল উড়ে গেল গর্ভবতী গরুর। কেরলে গর্ভবতী হাতিকে বাজিতে মোড়া আনারস খাওয়ানোর রেশ কাটতে না কাটতেই আবার একই কাণ্ডের পুনরাবৃত্তি। এবার হিমাচল প্রদেশে গরুর মুখে বিস্ফোরক ঠাসা আটার ডেলা ভরে দেওয়া হল। মুখের ভয়ংকর অবস্থায় সেই গরুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
গরুর মালিকের দাবি, গরুটির গলাতেও গভীর ক্ষত তৈরি হয়েছে। কেরলের হাতিটি মারা গেলেও মারাত্মত জখম অবস্থায় এখনও বেঁচে রয়েছে গরুটি। মালিক গুরদয়াল সিং একটি ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন এবং প্রশাসনের কাছে ওই নৃশংস ঘটনার বিচার চাইছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, গরুটির মালিক সেই গরুর ঝলসে যাওয়া মুখটির দিকে আঙুল দিয়ে দেখাচ্ছেন। ওই গরুটির মালিকের অভিযোগ, প্রতিবেশীরাই এমন নির্মমভাবে তাঁর পোষ্যকে বিস্ফোরক খাইয়েছে। তিনি আরও জানান, ইতিমধ্যেই সেই পড়শি পলাতক। তাঁর প্রতিবেশী নন্দলাল ওই ঘটনার জন্য দায়ী।
পুলিশ সূত্রে খবর, ময়দার মধ্যে বিস্ফোরক ভরে একটি আলু বোম বানানো হয়েছিল। সেটি গরুটির মুখের মধ্যে ফেটে যায়। ঘটনাটি ঘটে গত ২৬ মে। ওই ঘটনায় এটি এফআইআর দায়ের করা হয়েছে। গরুরটি মালিক অভিযোগ করেছেন, তার প্রতিবেশীই ওই কাজ করেছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, এমন অমানবিক, ঘৃণ্য কাণ্ড কখনই বরদাস্ত করা হবে না। দোষীরা পালিয়ে গিয়ে পার পাবে না। পুলিশকে যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছি।