দেশ ব্রেকিং নিউজ

গণধর্ষণে গ্রেপ্তার বিজেপি নেতা

হাথরসের ঘটনার দগদগে ঘা এখনও শুকায়নি। যা নিয়ে এখন উত্তাল গোটা দেশ। যোগী আদিত্যনাথের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন দেশবাসী। তার মধ্যেই এবার ফের গণধর্ষণের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। আর সেই গণধর্ষণের কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে এক বিজেপি নেতাকেই। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বিজেপি যুব মোর্চার সহ–সভাপতি শ্যাম প্রকাশ দ্বিবেদীকে গ্রেপ্তার করা হয়েছে গণধর্ষণকাণ্ডে। এছাড়াও অভিযুক্ত অনিল দ্বিবেদীও গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, কয়েকদিন আগে স্নাতকস্তরের এক ছাত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে শ্যাম প্রকাশ দ্বিবেদী ও অনিল দ্বিবেদী তাঁকে গণধর্ষণ করে। পুলিশের কাছে নির্যাতিতার বয়ান, অভিযুক্তরা তাঁকে একটি হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। গত মার্চ মাসে ওই দুই অভিযুক্ত বলপূর্বক তার ঘরে আটকে রেখেও ধর্ষণ করেছিল। তাহলে এতদিন অভিযোগ জানাননি কেন? নিগৃহীতার দাবি, পুলিশে অভিযোগ জানালে অভিযুক্তরা তাঁর পরিবারের ক্ষতি করবে বলেছিল। ভয়েই এতদিন পুলিশের কাছে যাননি।
এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ দায়েরের কথা শুনেই ওই বিজেপি নেতা ফেরার হয়ে গিয়েছিলেন। কিন্তু কর্নেলগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোপন জবানবন্দিও দিয়েছেন নির্যাতিতা। সুতরাং আরও একটি ঘটনা যোগী প্রশাসনকে ব্যাকফুটে ঠেলে দিল।
গণধর্ষণে অভিযুক্তদের মুক্তির দাবিতে মৃতার বাড়ির সামনেই বেশ বড় সভার আয়োজন করেন স্থানীয় বিজেপি নেতা রাজবীর সিং পেহেলবান। তিনি বিজেপি’‌র প্রাক্তন বিধায়কও। ওই বিজেপি নেতার অভিযোগ, উঁচু জাতের মানুষদের ফাঁসাতেই চক্রান্ত করা হয়েছে। এর পেছনে উত্তরপ্রদেশ সরকারকে কালিমালিপ্ত করার অপচেষ্টা রয়েছে।