পুজো শেষ! প্রতিমা নিরঞ্জন-পর্ব প্রায় শেষের দিকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পুলিশ এবং কলকাতা পুরসভার কড়া নজরদারি রয়েছে। জলে ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেলে কাঠামোটিকে তুলে তুলে নেওয়া, পুজোর উপকরণ সরিয়ে ফেলা, এসব কাজ করছে পুলিশ।
লালবাজার সূত্রে খবর শহর কলকাতার অনেক ঠাকুর এমন রয়েছে, যেগুলিকে আগামী মঙ্গলবার পর্যন্তও রাখা হতে পারে। তাই মঙ্গলবার পর্যন্ত গঙ্গার ঘাট এবং জলাশয়গুলিতে নিরঞ্জনের বন্দোবস্ত থাকছে। ওই দিনই রেড রোডে রয়েছে পুজোর গ্র্যান্ড কার্নিভাল। সেখানে অংশ নেওয়ার পরেই বিসর্জন হবে বহু প্রতিমা।
পুলিশ জানিয়েছে শনিবার ২৫০টির বেশি দুর্গা নিরঞ্জন হয়ে গিয়েছে, তবে তাঁর মধ্যে সিংহভাগটাই বাড়ির ঠাকুর। বারোয়ারি পুজোর বিসর্জন রবিবার হয়েছে। এবার প্রতিমা বিসর্জনের জন্য শহরের ৬৯টি ঘাট প্রস্তুত রাখা হয়েছে। যার মধ্যে গঙ্গার ঘাটের সংখ্যা ২৪টি। বাকিগুলি পুকুর বা জলাশয়। ২৯টি ঘাটে থাকছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। তাঁদের সঙ্গে থাকবে নৌকা। যাতে প্রয়োজন মতো দ্রুত নজরদারি চালানো যায়।বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। থাকছে ১৪টি ঘাটে দুজন করে মহিলা পুলিশ কর্মী । শহরের রাস্তায় কোনও রকম ডিজে চালানো যাবে না। সংলগ্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে হাজারের বেশি অতিরিক্ত পুলিশকর্মী। যা আগামী মঙ্গলবার পর্যন্ত মোতায়েন থাকবে।
You must be logged in to post a comment.