জেলা ব্রেকিং নিউজ

বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন পিকে

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর এবার বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। অমিত শাহ দু’‌দিনের বঙ্গ সফর সেরে তৃণমূল সরকারকে উৎখাত নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ফেরার পরই সোমবার সকালে টুইটে চ্যালেঞ্জ জানালেন পিকে। তিনি টুইটে বার্তা দেন, বাংলার নির্বাচনের দু’অঙ্ক পেরতে বিজেপিকে যথেষ্ট কষ্ট করতে হবে। যদি এর চেয়ে ভাল ফল হয় বিজেপি’‌র তাহলে তিনি কাজ ছেড়ে দেবেন।
তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে দলের অন্দরেই অসন্তোষ বাড়ছে। এখানে নিজেকে প্রমাণ করার বিষয় উঠে আসছে। তাঁর সঙ্গে কর্পোরেট ধাঁচে রাজনীতির কাজ করতে নারাজ অভিজ্ঞরা। এমনকী তথাকথিত ‘বিক্ষুব্ধ’ নেতা, মন্ত্রীরা দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় পিকে’র উপস্থিতি মানতে চান না। শুভেন্দু অধিকারীর দলত্যাগের নেপথ্য নায়ক নাকি এই প্রশান্ত কিশোর বলেই অভিযোগ।
এই পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ বিজেপিতে যোগদানের হিড়িক বাড়ছে তৃণমূল–সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের। প্রায় প্রতি মাসেই দিল্লি থেকে নেতা, মন্ত্রীরা এসে বাংলা দখলের হুঁশিয়ারি দিচ্ছেন। অমিত শাহ বলেই গিয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠ সরকরার গড়বে বিজেপি বাংলায়। তাতে আত্মবিশ্বাস আরও বেড়েছে। এমনকী অমিত শাহ বলেই দিয়েছেন, বঙ্গ বিজেপির সদস্য, বাংলার কোনও ভূমিপুত্রই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী।
বিজেপি’‌র এই লাগাতার প্রচারের বিরোধিতায় দলের একঝাঁক নেতাকে আগেই নামিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও সুব্রত মুখোপাধ্যায়, কখনও সুব্রত বক্সি, কখনও ব্রাত্য বসুরা তৃণমূল ভবন থেকে সুর চড়িয়েছেন বিজেপি বিরোধিতায়। এবার তাতে নবতম সংযোজন, দলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। টুইট করে তিনিও বিজেপিকে একহাত নিলেন। খোলা চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘‌বিজেপি বাংলায় দু’অঙ্কের আসন পেরতে পারবে না। আর যদি তার চেয়ে ভাল ফল হয়, তাহলে আমি কাজ ছেড়ে দেবেন। তাঁর এই টুইট পরবর্তী সময়ে মেলানোর জন্য যেন রেখে দেওয়া হয়।’‌