দেশ ব্রেকিং নিউজ

কেন্দ্রকে তুলোধনা করলেন পিকে

দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে গোটা দেশ। সংক্রমণ–মৃত্যুর পরিসংখ্যান দেখে আঁতকে ওঠার মতো অবস্থা। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু ঘটছে। আবার একের পর এক দেহে ভেসে আসছে গঙ্গায়। এই ভয়াবহ পরিস্থিতিতে মোদী সরকারকে তুলোধনা করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। আগেও করোনা নিয়ে সরকারের ব্যর্থতা নিয়ে খোঁচা দিয়েছিলেন তিনি।
বুধবার টুইটারে প্রশান্ত কিশোর লিখেছেন, গোটা দেশ শোকস্তব্ধ। চারদিকে স্বজন হারানোর আর্তনাদ। সেখানে আশা জোগানোর নামে মিথ্যাচার ও আত্মপ্রচারের চেষ্টা চলছে। আশাবাদী হওয়ার জন্য সরকারের অন্ধ প্রচারক না হলেও চলবে আমাদের। করোনাভাইরাস রুখতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। অক্সিজেন, ভ্যাকসিনের অভাব প্রকট হয়েছে দেশে। সেখানে প্রশান্ত কিশোরের এই টুইট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
বুধবার দেশে করোনায় সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশে করোনা পরিস্থিতির জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। নরেন্দ্র মোদীকে সুপার স্প্রেডার বলে কটাক্ষ করা হয়েছে। মেডিক্যাল জার্নাল দ্য ল্যান্সেটের পক্ষ থেকেও মোদী সরকারের কাঠগড়ায় তোলা হয়েছে। এই প্রেক্ষাপটে করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের যেভাবে সমালোচনা করলেন পিকে, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।