দেশ লিড নিউজ

ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রশান্ত কিশোর

শুক্রবার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর শনিবার গেরুয়া শিবিরকে বার্তা দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। আর তাতেই পদ্মশিবিরের হৃদয়ে অশান্ত হয়ে উঠেছে। দু’মাস আগে করা তাঁর টুইট ফের সকলের নজরে নিয়ে এলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরদিন সেই টুইটটি মনে করিয়ে বিজেপিকে তিনি বার্তা দিলেন, ‘‌বাংলা নিজের মেয়েকেই চায়।’‌ কারণ আজ সকালে বিজেপি আবার নিজেদের মহিলা নেত্রীদের ছবি দিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে। সেখানে লেখা হয়েছে বাংলা নিজের মেয়েদেরই চায়। পিসিকে নয়। তারই পাল্টা দিলেন প্রশান্ত বলে মনে করা হচ্ছে।
শনিবার একটি টুইট করে তিনি সাফ জানিয়ে দেন, ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। প্রশান্ত টুইটে লেখেন, ‘‌গণতন্ত্রের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে বাংলায়। সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য প্রস্তুত রাজ্যের মানুষ। ঠিক সময়েই তাঁরা বার্তা দিয়ে দেবেন। ২ মে আমার আগের টুইটটির কথা মনে রাখবেন।’‌ এটা বিজেপিকে ছোঁড়া চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মেদিনীপুরের জনসভা থেকে জোরের সঙ্গে বলেছিলেন, এবার ২০০–র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। তার কথার রেশ ধরেই বিজেপিকে কটাক্ষ করেই পাল্টা টুইট করেছিলেন পিকে। এমনকী বিজেপি নেতাদের অন রেকর্ড বলতে চ্যালেঞ্জ করেছিলেন, ‘‌আমি হেরে গেলে আমি এই পেশা থেকে সরে যাবো। ওনারা বলুক ওঁরা হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবে।’‌ প্রশান্তের সেই চ্যালেঞ্জের যুতসই জবাব দিতে পারেনি গেরুয়া শিবির।
এমনকী টুইটে পিকে, বিজেপির আসন সংখ্যা দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে যাবে না বলে দাবি করেছিলেন। এবার বাংলার মানুষ যে ‘বাংলার মেয়েকে’ই চায়, এদিনের টুইটে দাবি করেন প্রশান্ত। ঘটনাচক্রে, তৃণমূল কংগ্রেসের ভোটের এই নতুন স্লোগানটি তাঁরই তৈরি। ফলে আবার চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি বলে মনে করা হচ্ছে।